প্রতিষ্ঠান প্রধানের বাণী
পৃথিবী আজ হাতের মুঠোয়। অগ্রযাত্রার এ মিছিলে সামিল না হতে পারলে আমাদের ঠিকানা হবে দূরতিক্রমনীয় এক প্রাচীর পশ্চাতে। তখন কূপমন্ডলের মত বদ্ধ বলয়ে নিরন্তর মাথা ঠোকাঠুকি। নিশ্চয়ই আমরা নিজেদেরকে এমন জাঢ্যদশায় দেখতে চাই না। তাই এসো নবীন, ঝাঁপিয়ে পর অসীম জ্ঞান সমুদ্রে।
প্রতিষ্ঠাতার বাণী
আজকের শিশু কিশোর তরুণেরাই ভবিষ্যতে দেশ ও জাতির কর্ণধার। (মোঃ হায়দার আলী) প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ, বগুড়া।